নিজস্ব প্রতিবেদন
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার চাটখিল প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিক জুয়েল খালেদ সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনায় অপহরণ ও মারধরের শিকার হয়েছেন। দুর্বৃত্তরা তাকে অপহরণ করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং বড় অংকের মুক্তিপণ দাবি করে। একইসাথে তার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এতে সাংবাদিক জুয়েল খালেদ মারাত্মক শারীরিক ও মানসিক নির্যাতনের সম্মুখীন হন।
এ ঘটনায় চাটখিল প্রেসক্লাবসহ জেলার সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করছেন, এ ঘটনায় জড়িতরা এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এমনকি কোনো এক ‘তৃতীয় পক্ষের অদৃশ্য শক্তির’ কারণে অভিযুক্তরা দিব্যি প্রকাশ্যে ঘোরাফেরা করছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে চাটখিল প্রেসক্লাবের পক্ষ থেকে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.