স্টাফ রিপোর্টার মারুফ আলম নারায়ণগঞ্জ
সন্ত্রাস ও মাদক নির্মুল অভিযানের ধারাবাহিকতায় -অদ্য ২৬/০৪/২০২৫ইং তারিখে ১৩.২০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টীম অভিযান পরিচালনা করে,চিটাগাং রোডস্থ, রাস্তার দক্ষিণ পার্শ্বে টেম্পু স্ট্যান্ড সংলগ্ন ফুট ওভার ব্রীজের পাশে পাকা রাস্তার উপর হইতে, আসামি ১/ মোঃ পারভেজ (৩১)পিতা-আবুল হোসেন, সাং-আইল পাড়া,থানা সিদ্ধিরগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, উপস্থিত স্বাক্ষীদের মোকাবিলায় ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ শাহিনুর আলম নিশ্চিত করেছেন।এবং এ ধরনের অভিযান চলমান থাকার ঘোষণা পুনর্ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.