
স্টাফ রিপোর্টার : জাহির ইসলাম
চাটখিলের বক্তারপুরের ভূমিদস্যু মামলাবাজ সাইদুর রহমান আবার ষড়যন্ত্র শুরু করেছে,
এই মামলাবাজকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
চাটখিল উপজেলার ৭ নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের রামাপুর, বক্তারপুরের এক কুখ্যাত ভূমিদস্যু ও মামলা বাজের নাম সাইদুর রহমান। তিনি ভূমি অফিসে চাকরি করা কালীন তহসিলদার থাকার সুবাদে জাল জালিয়াতি সব নীল নকশা তার জানা। ভূমিদস্য মামলাবাজ সাইদুর রহমানের ফাঁদে পড়ে বহু মানুষ তাদের সর্বস্ব হারিয়েছে।
এবার ভূমিদস্য মামলাবাজ সাইদুর রহমান নিশানা করেছে রমাপুর, বক্তারপুরের জনগণের প্রিয় মানুষ আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ কোম্পানিকে। জাল জালিয়াতির মাধ্যমে ভূমিদস্যু সাইদুর রহমান কিছু জাল দলিল তৈরি করে। এরপর আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ কোম্পানিকে এসব জাল দলিল দেখিয়ে হুমকি প্রদান করে। বিগত কয়েক বছর যাবত জাল দলিল চক্রের মূল হোতা সাইদুর রহমান, ইউসুফ কোম্পানিকে নানাভাবে হয়রানি করে আসছে। এলাকাবাসী সাইদুর রহমানের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠলে সে, ইউসুফ কম্পানির কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে এবং কিছু টাকা পয়সা নিয়ে আসে। এভাবে বেশ কয়েকবার সাইদুর রহমান প্রতারণা করে। আর এ ধরনের কাজ করবে না বলে প্রতিশ্রুতি দেয়।
মজার বিষয় হচ্ছে যখনই এ জাল দলিলকারী মামলাবাজ সাইদুর রহমানের টাকা পয়সা শেষ হয়ে যায়, সে ইউসুফ কোম্পানিকে নিয়ে ষড়যন্ত্র শুরু করে। ইউসুফ কোম্পানি একজন সম্মানী লোক, তাকে সামান্য হয়রানী করলেই মোটা অংকের টাকা পাওয়া যাবে, এই হল মামলাবাজ সাইদুর রহমানের চিন্তা।
এবার চাটখিল উপজেলা বিভিন্ন এলাকার মানুষ সাইদুর রহমানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। সে ইউসুফ কোম্পানির বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র করলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এলাকাবাসী।
এরই ধারাবাহিকতায় গতকাল মামলাবাজ ভূমিদস্য সাইদুর রহমান ইউসুফ কোম্পানির বিরুদ্ধে একটি অভিযোগ প্রস্তুদের সময় চাটখিলের বেশ কয়েকজন মানুষ তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপর সাইদুর রহমান আর এই ধরনের কাজ করবে না বলে সেখান থেকে ক্ষমা প্রার্থনা করে চলে আসে। বাড়িতে এসেই সাইদুর রহমান আবার ষড়যন্ত্র শুরু করেছে।
মামলাবাদ ভূমিদস্যু সাইদুর রহমানের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে চাটখিলবাসি আবেদন জানিয়েছে।