এম এ হাশেম, সন্দ্বীপ
সন্দ্বীপে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ মুন্না (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে সন্দ্বীপ পৌরসভা ৮ নং ওয়ার্ড কালামিয়া সর্দার বাড়ির প্রবাসী রফিক এর পুত্র। সোমবার( ২৮ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে গুপ্তছড়া মহাসড়কের সেনের হাটে এ সড়ক দুর্ঘটনা ঘটে। সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু দুর্ঘটনায় খবর পেয়ে ঐ স্থানে ছুটে যায় তার পরিবারে শোকের মাতাম চলছে ।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আরো জানান, বেলা সাড়ে বারোটায় নিহত শিশুর মা সেনের হাটে জেবি জুয়েলার্সের দোকান ক্রয় অথবা বিক্রয়ের জন্য ব্যবসায়ীর সাথে কথা বলছিলেন এ সময় শিশুু হাতে থাকা পানির বোতল গড়িয়ে রাস্তায় চলে গেছে সেটি আনতে শিশুর রাস্তা পর্যন্ত বের হলে পূর্ব দিক থেকে বালু বোঝায় ট্রাক শিশুকে পিষ্ট করলে সাথে সাথে মাথা থেতলে মৃত্যু বরণ করে এ সময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকসহ চালককে আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত শিশু মুন্নার দেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরির পর ট্রাক ও চালকসহ লাশ থানায় নিয়ে আসে।ওসি একেএম সফিকুল আলম চৌধুরী আরো বলেন,থানায় মামলা প্রক্রিয়াধীন। ঘাতক চালক কে আটক করা হয়েছে।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.