
স্টাফ রিপোর্টার ঢাকা জেলা
সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডে এক নবজাগরণের নাম হয়ে উঠছেন মোঃ ইউনুস খান। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাওয়া এই মানুষটি শুধু একটি নাম নয়—তিনি আজ গণমানুষের ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক।
জনসেবা, ন্যায়বিচার এবং সমাজ পরিবর্তনের দৃঢ় অঙ্গীকার নিয়ে যিনি এগিয়ে এসেছেন, সেই ব্যক্তি মোঃ ইউনুস খান। একাত্তরের চেতনায় বিশ্বাসী এই সাহসী যোদ্ধা শুধু নিজের স্বপ্ন নয়, বহন করছেন তারুণ্যের আশা ও সাধারণ মানুষের আকাঙ্ক্ষা। তিনি বলেন, “জনসেবা ও ন্যায়ের ভিত্তিতে সমাজ গঠনই আমার মূল লক্ষ্য, আর সেই লক্ষ্যেই আমি পথ চলছি নিরন্তর।”
আওয়ামী লীগ সরকারের আমলে দলের প্রতি নিষ্ঠা এবং একাগ্রতার কারণে নানা সময় তাকে বিভিন্নভাবে নির্যাতিত হতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা, হামলা-মামলা ও নানা বাধা সত্ত্বেও তিনি কখনো পিছু হটেননি। বরং দলের জন্য থেকে গেছেন একনিষ্ঠ কর্মী হিসেবে, এবং মাটি ও মানুষের সঙ্গে লেগে থেকে কাজ করে গেছেন নিরলসভাবে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের অশুভ চক্রান্তের সময়ও তিনি ছিলেন সাহসী এক মুখ। দলের দুঃসময়ে তার মতো কর্মীরাই ছিলেন বিএনপি’র রক্ষাকবচ। আজ সেই ত্যাগী কর্মীকেই ৭ নং ওয়ার্ডবাসী কাউন্সিলর হিসেবে দেখতে চায়।
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক সাভার গড়তে তিনি চান সবার সহযোগিতা। তরুণদের জন্য কর্মসংস্থান, গরিব-দুঃখীদের জন্য সাহায্য, রাস্তা-ঘাট ও নালার উন্নয়ন, এবং সমাজে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা—এই অঙ্গীকারই তার রাজনীতির মূল দর্শন।
তিনি বলেন, “আমি রাজনীতি করি মানুষের কল্যাণে, পদ-পদবীর জন্য নয়। যদি সুযোগ পাই, সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তর করব ইনশাআল্লাহ।”
আজ সাভারবাসী একটি প্রশ্নই রাখছে—যে মানুষটি সব সময় পাশে থেকেছেন, দিনরাত কাজ করেছেন, রাজনীতিতে নিষ্ঠা ও সততার প্রতীক, তিনি কেন জনপ্রতিনিধি হবেন না?
তাই সময় এসেছে সঠিক মানুষকে নেতৃত্বে আনার। ৭ নং ওয়ার্ডে উন্নয়ন ও জনসেবার নতুন দিগন্ত উন্মোচনের জন্য মোঃ ইউনুস খানকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করাই এখন সময়ের দাবি।