স্টাফ রিপোর্টার : মারুফ আলম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। শনিবার (৩ মে) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) এনায়েতনগর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মো. ওসমান (১৬) ও তার সহযোগী মো. আব্দুল (১৫) কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ইয়াছিনের বন্ধু সানি ও রমজানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কুতুবপুর লাকি বাজার সংলগ্ন ক্যানাল পাড় সড়কে কিশোরদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত কিশোররা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম রোববার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, “তুচ্ছ ঘটনার জেরে কিশোরদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে ইয়াছিন নিহত হন। আমরা ঘটনার সঙ্গে জড়িত প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করেছি। তদন্ত চলছে, বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।”
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.