স্টাফ রিপোর্টার মারুফ আলম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আজমেরী ওসমানের সহযোগী দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ মে) রাত সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা খালপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—আমির হোসেন সনেট (৩৬) ও সজিব রায় (৩৩)। তাদের কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইলিয়াসের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আমির হোসেন সনেট ও সজিব রায়কে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের সশস্ত্র ক্যাডার গ্রুপের সক্রিয় সদস্য।
গ্রেফতার আমির হোসেন সনেট নারায়ণগঞ্জ সদর থানার খানপুর জোড়া পানির ট্যাংকি এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে। অপরজন সজিব রায় একই থানার নগর খানপুর এলাকার মৃত গোপাল রায়ের ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.