স্টাফ রিপোর্টার : মারুফ আলম
সিদ্ধিরগঞ্জে ৬শ' পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার টাকাসহ হাবিবুর রহমান (৩৯) ও ইয়াছিন (২৩) নামে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০৫ মে) দিবাগত রাত সোয়া ১০টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর বটতলা বেইলী ব্রিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. হাবিবুর রহমান সিদ্ধিরগঞ্জের নয়া আটি মুক্তিনগর এলাকার এন্তাজ মিয়ার ছেলে এবং মো. ইয়াছিন গাজীপুর জেলার শ্রীপুর থানার গুচ্ছগ্রাম এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকার মনিরের বাড়ির ভাড়াটিয়া।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান সঙ্গীয় ফোর্স সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর বটতলা এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান ও ইয়াছিনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের দেহ তল্লাশী করে ৬শ' পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.