স্টাফ রিপোর্টার: মারুফ আলম
নারায়ণগঞ্জ, ২০ মে ২০২৫:
নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের উপর লাগাতার মিথ্যা মামলা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ সোমবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা জানান, সম্প্রতি নারায়ণগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলা, হুমকি-ধামকি এবং হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সাংবাদিকরা যখন দুর্নীতি, অপরাধ বা অনিয়মের সংবাদ প্রকাশ করেন, তখন একটি প্রভাবশালী মহল তাদের মুখ বন্ধ করতে এসব কৌশলের আশ্রয় নিচ্ছে।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, একজন সংবাদকর্মীর কলম যখন সত্য কথা বলে, তখন সেটি কিছু দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের গায়ে লাগে। তাই তারা সাংবাদিকদের দমন করতে মিথ্যা মামলা, পুলিশি হয়রানি, এমনকি হামলা পর্যন্ত করছে। এটি শুধু ব্যক্তি সাংবাদিকের ওপর নয়, পুরো গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত।
প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সিনিয়র সাংবাদিকরা এই মানববন্ধনে বক্তব্য রাখেন। তারা বলেন, ‘‘আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হামলার শিকার হচ্ছি। সত্য সংবাদ প্রকাশ করাই আমাদের অপরাধ হয়ে দাঁড়িয়েছে।’’
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.