স্টাফ রিপোর্টার: মারুফ আলম
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আয়োজনে অনুষ্ঠিত আজকের প্রস্তুতি সভা ছিল এক প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক রাজনৈতিক সমাবেশ। এই সভায় যুবদলের একনিষ্ঠ কর্মী এবং ৮ নম্বর ওয়ার্ডের গর্ব, আবুল বাশার বাদশা অত্যন্ত বলিষ্ঠ ও চেতনা জাগানিয়া বক্তব্য রাখেন। তার বক্তব্যে দলীয় আদর্শ, ঐক্য এবং আগামী দিনের সংগ্রামে যুবসমাজের অগ্রণী ভূমিকা নিয়ে গভীর আলোচনা উঠে আসে।
আবুল বাশার বাদশা বলেন, “আজকের যুব সমাজই আগামীর নেতৃত্ব দিবে। আমাদের দায়িত্ব শুধু নিজেদের প্রস্তুত করা নয়, বরং সমাজে সঠিক বার্তা ছড়িয়ে দেওয়া—যাতে দেশের প্রতিটি প্রান্তে জাতীয়তাবাদের আলো ছড়িয়ে পড়ে।”
তিনি দলের প্রতি তার অবিচল আনুগত্য ও দায়িত্ববোধের কথা তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে জাতীয়তাবাদী চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জননেতা রেজাউল করিম পল। তিনি তার বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাংগঠনিক শক্তি ও নিষ্ঠাবান কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে আবুল বাশার বাদশার কর্মদক্ষতা, আন্তরিকতা ও বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করে বলেন, “বাদশার মতো কর্মীরা দলের অমূল্য সম্পদ, যারা তৃণমূল থেকে নেতৃত্ব সৃষ্টি করে।”
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ, যারা পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে পরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদান করেন। পুরো সভাজুড়েই ছিল শৃঙ্খলা, সৌহার্দ্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে উচ্ছ্বাস।
এই সভা শুধু একটি প্রস্তুতি সভা নয়, বরং তা ছিল যুবদলের চেতনা, ঐক্য ও সংগ্রামের এক প্রতীকী রূপ। আগামী দিনের রাজপথে যুবদলের সঠিক নেতৃত্বে বড় ধরনের ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাই করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নারায়ণগঞ্জে এ ধরনের গঠনমূলক ও উদ্বুদ্ধমূলক রাজনৈতিক সভা আয়োজনের মাধ্যমে যুবদলের জনপ্রিয়তা যেমন বাড়ছে, তেমনি তৃণমূলে দলের ভিত্তিও সুদৃঢ় হচ্ছে।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.