নাটোর:প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার চর জাজিরা এলাকায় একটি গুড় তৈরির কারখানা থেকে দুই হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এ সময় গুড় তৈরির উপকরণ ৫০ কেজি চুন, ৫ কেজি ফিটকিরি এবং ১০ কেজি ডালডা জব্দ করা হয়। খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ওই কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর অভিযান চালিয়ে এই জরিমানা করেন। রাজশাহী র্যাব-৫-এর হেডকোয়ার্টারের একটি টিম অভিযানটি পরিচালনায় সহায়তায় করে।
মেহেদী হাসান তানভীর জানান, বুধবার সকাল ৮টা থেকে প্রায় দুপুর পর্যন্ত চর জাজিরা এলাকার নাজিম গুড় ভান্ডারে এই অভিযান চালানো হয়। এ সময় ভেজাল গুড় ছাড়াও ওই কারখানায় থাকা আরও এক হাজার ৩৫০ কেজি চিনি বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়। অভিযান শেষে ভেজাল গুড় ও গুড় তৈরির উপাদান ধ্বংস করা হয়।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.