রৌমারীতে জাতীয় পাটির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা
জাতীয় পার্টির উদ্দ্যোগে সকাল ১১ টার দিকে এক র্যালি বেড় হয়। র্যালিটি উপজেলার
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জাতীয় পার্টির অফিস কার্যালয়ে গিয়ে
শেষ হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক
এ,কে,এম সাইফুর রহমান বাবলু, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ও
সাবেক চেয়ারম্যান আব্দুল গনি, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি জাইদুল ইসলাম
জাহিদ, সাধারণ সম্পাদক একেএম সাইফুর রহমান বাবলু, উপজেলা জাতীয় যুব সংহতির
সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক মামুন হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ
প্রমুখ। বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মহাম্মাদ এরশাদ এর রুহের মাগফেরাত
কামনা করেন।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.