রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বাসের ধাক্কায় আহত আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টায় মারা যায় সে।
নিহত শিশুটির মা আইরিন আক্তার বলেন, আমি আর আমার ছেলে গুলিস্তান যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে কাজলা এলাকায় এলে বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলাম। দ্রুতগামী একটি বাস আমার ছেলেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগে মারা যায় শিশুটি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.