টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে রোভার স্কাউটস ও বিএনসিসি গ্রুপের যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান- (২০২৩)উদ্বোধন করা হয়েছে। এসময় গ্রুপ ভাগ করে কলেজের বিভিন্ন স্থানে ঝোপঝাপ ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়।
আজ সোমবার (২ জানুয়ারি) সকাল ১১ টায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমটি উদ্বোধন করেন সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাদাত হোসেন।
এসময় তারা কলেজের ক্রিকেট মাঠ ও পার্শ্ববর্তী এলাকায় পড়ে থাকা কাগজ ও বিভিন্ন অনুষ্ঠান পরবর্তী ফেলে দেয়া ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। প্রায় দুই ঘন্টাব্যাপী এ পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৫ বস্তা বর্জ্য জমা হয়। পরে সেগুলো নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া হয় বলে স্কাউটস ও বিএনসিসি সূত্রে জানা যায়।
পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন, রোভার স্কাউটসের আর এস এল প্রদীপ কুমার বিশ্বাস, বিএনসিসির প্লাটুন কমান্ডার মো: কামাল হোসেন।এছাড়াও কলেজ বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.