শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৫০ |
ব্রেকিং নিউজ :
চুন্নুর গ্রেপ্তার: ব্যবসায়িক সফর থেকে ফেরার পথে পরিকল্পিতভাবে ধরিয়ে দেওয়ার অভিযোগ, এলাকাবাসীর পাল্টা দাবি আলিফ খানের হৃদয়স্পর্শী নির্মাণ ‘প্রবাসীর বেইমান মা’ আজ বিকাল ৩টায় ইউটিউবে তারুণ্যের দৃপ্ত শপথে উদ্দীপ্ত নারায়ণগঞ্জ যুবদল: প্রস্তুতি সভায় আবুল বাশার বাদশার অনুপ্রেরণামূলক বক্তব্য মোঃ গিয়াস উদ্দিন: এক সৎ, আদর্শ ও ইসলামিক মূল্যবোধে গড়া সফল প্রাইভেট অফিসারের জীবনগাথা নারায়ণগঞ্জে সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবে মানববন্ধন সিদ্দিরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার আবুল কাওসার আশা বন্দরবাসীর আস্থার আরেক নাম নারায়ণগঞ্জ বন্দর ২৩ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর । সততা, মানবিকতা আর নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত—বন্দর থানার ওসি তরিকুল ইসলাম এখন জনতার আস্থার নাম ফতুল্লায় বিএনপি নেতা রিয়াদ মো. চৌধুরী বহিষ্কৃত: চাঁদাবাজি ও অপকর্মে জড়িত থাকার অভিযোগে দলের কঠোর পদক্ষেপ আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা, অন্তর্বর্তী সরকারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত
  • HOME
  • আর্ন্তজাতিক
  • মাসজুড়ে সবাইকে ফ্রি পিৎজা খাওয়ানোর ঘোষণা
  • মাসজুড়ে সবাইকে ফ্রি পিৎজা খাওয়ানোর ঘোষণা

    admin

    এক মাস ধরে সবাইকে ফ্রি পিৎজা খাওয়ানোর ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের রাজধানী এডিবরার একজন রেস্টুরেন্ট মালিক। মূলত মানুষের খারাপ অর্থনৈতিক পরিস্থিতির কারণে উদারতা বা দয়া হিসেবে এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

    সোমবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়েছে, এক মাস ধরে সবাইকে একটি ফ্রি পিৎজা খাওয়ানোর ঘোষণা দেওয়া ওই ব্যক্তির নাম মার্ক উইলকিনসন। ৫৫ বছর বয়সী এই ব্যক্তি এডিনবরার দক্ষিণে অবস্থিত মর্নিংসাইড জেলার পিওর পিৎজা নামক রেস্টুরেন্টের মালিক।

    মার্ক উইলকিনসন বলেছেন, জীবনযাত্রার ব্যয় সংকটের বিরুদ্ধে লড়াই করা লোকদের সাহায্য করার জন্য পরোপকারী এই কাজের পরিকল্পনা করছেন তিনি। তিনি বলেন, এই পরিকল্পনা তার খণ্ডকালীন কর্মীদের আরও কাজের সুযোগ দেবে।

    ৫৫ বছর বয়সী মার্ক উইলকিনসনের ভাষায়, ‘আমি আমার পরিকল্পনা নিয়ে খুব খুশি কারণ এটি সবার জন্যই লাভজনক। (আমার এই পরিকল্পনায়) গ্রাহকরা উপকৃত হবেন, সরবরাহকারীরা উপকৃত হবেন এবং আমার শেফদের দলও উপকৃত হবে কারণ এটি তাদের আরও কয়েক ঘণ্টা বাড়তি কাজের সুযোগ দেবে।’

    তিনি বলছেন, ‘জীবনযাত্রার ব্যয় কীভাবে অনেক লোককে ক্ষতিগ্রস্ত করছে সে সম্পর্কে আমি নানা কথা শুনতে পাই। আর তাই আমি ভাবলাম, যেভাবেই হোক আমার ওভেনগুলো সারা দিন চলছে, আর তাই মানুষের যদি উপকার হয় তবে ওভেনগুলোকে সারা দিন তাদের পূর্ণ ক্ষমতায় চালানো হবে।’

    মার্ক উইলকিনসন বলছেন, ‘পরার্থপরতা এমন কিছু যা আমাকে সত্যিই অনেক বেশি টানে এবং আমি এই ধরনের কাজ করার চেষ্টা করতে চেয়েছিলাম।’

    মার্কের ধারণা, এক মাস ধরে সবাইকে ফ্রি পিৎজা খাওয়ানোর যে ঘোষণা তিনি দিয়েছেন তাতে তার প্রায় ১২ হাজার পাউন্ড খরচ হবে। ২০২০ সালের মার্চ মাসে লকডাউনের শুরুতে পিৎজার ব্যবসাটি শুরু করেছিলেন উইলকিনসন। তিনি বলছেন, তার ওভেনে প্রতি ছয় মিনিটে ১৮টি পিৎজা তৈরি করার ক্ষমতা রয়েছে।

    বিবিসি বলছে, জানুয়ারি মাসে এডিনবরার মর্নিংসাইড ড্রাইভে তার দোকানে যাওয়া লোকেদের বিনামূল্যে পিৎজা দেওয়া হবে। যদিও সেগুলো বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা মধ্যে পাওয়া যাবে না।

    মার্ক উইলকিনসন আশা করেন, যেসব মানুষ তার কাছ থেকে পিৎজা নেবেন তারাও তাদের নিজস্ব উপায়ে অন্যকে দয়া বা উপকার করার একটি কাজ করবেন।

    অবশ্য পিওর পিৎজা থেকে ফ্রিতে পিৎজা নিতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কেবল একটি বৈধ মোবাইল নাম্বার প্রদান করতে হবে।

    মার্কের ভাষায়, ‘আমি আশা করি আমার পরিকল্পনাটি হাতের বাইরে চলে যাবে না। কিন্তু আমি কারও কাছে তাদের ঠিকানা চাইতে যাবো না, এমনকি পিৎজা নিতে হলে ঠিকানাসহ কাউন্সিল ট্যাক্স বিলও আনতে হবে না।’

    Read More..

    ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে
    জাপানে দুই সপ্তাহে ৫ হাজার করোনা রোগীর মৃত্যু
    সেদিন ওশিনকে কাজে যেতে নিষেধ করেছিলেন বাবা
    রাশিয়া ছেড়ে পালিয়েছেন সাবেক ওয়াগনার কমান্ডার
    ৬ দশকের মধ্যে সবচেয়ে কম জন্মহার চীনে!
    দ্বিতীয় বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম, স্ত্রী পাকিস্তানি’
    ছুটিতে থাকা সহকর্মীকে বিরক্ত করলেই জরিমানা ১ লাখ রুপি!
    ন্যাটোর অনুচরে পরিণত হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন: রাশিয়া