বছরের শুরুতেই রাশিয়ার ৪৫টি ড্রোন ইউক্রেন ধ্বংস করেছে বলে দাবি করেছেন দেশটি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার এক ভিডিও বার্তায় তিনি আরও বলেন, তারা (রাশিয়া) আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। খবর ইয়েনি সাফাকের।
জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের বাহিনী শনিবার ১৩টি এবং রোববার ৩২টি ড্রোন ধ্বংস করেছে।
রাশিয়ান বাহিনী ইরানের তৈরি শাহেদ-১৩১/১৩৬ কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালায় বলে দাবি করেন জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, তারা (রাশিয়া) ইউক্রেন থেকে এক বছরও চুরি করতে পারবে না। তারা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। ইউক্রেনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাব।
প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেন যুদ্ধ চলছে। রাশিয়ার আক্রমণে শুরু হওয়া এই যুদ্ধে দুপক্ষের বহু লোক নিহত হয়েছেন।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.