যশোরের শার্শার জামতলাই বিদ্যুৎস্পৃষ্টে নয়ন (২৫)নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।৪ই জানুয়ারি বুধবার সকালে নয়নের নিজ কর্মস্থল উলাশী ইউনিয়নের ধলদাহ গ্রামের সহিদুল (ভাঙ্গাড়ী ব্যাবসায়ী)এর বাড়ির দ্বিতলায় ভবনের কাজের সময় ঘটনাটি ঘটে।জানা যায় ঐ সময় নয়ন সহ আরও পাঁচ সাত জন শ্রমিক সহিদুলের বাড়ির দ্বিতলা ভবনের সাদের জন্য রড সেটিং করছিলো,এমন সময় নয়ন একটি রড নিজেপাতানোর চেষ্টা কালে ঘুরানোর সময় বুঝে উঠা আগেই বাড়ির উপর দিয়ে বয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের ৩টি তারের একটিতে ১১ হাজার ভোল্টের তার স্পর্শ করার সাথে সাথেই নয়ন বিদ্যুয়িত হয়ে পড়ে যায়।তখন নয়নের সহকর্মিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রতিমধ্যে মারা যান।
নিহত নয়ন শার্শার ৮নং বাগআঁচড়া ইউনিয়নের ৮নং টেংরা পশ্চিম পাড়ার আব্দুল গফুরের ছোট ছেলে।এ বিষয়ে জানতে চাইলে ৮নং টেংরা ওয়াডের মেম্বার মোজাম গাজী বলেন বিষয়টি খুবই দুঃখজনক , নয়ন অনেক ভালো ছেলে ছিলো তার বিদেশ যাওয়ার প্রস্তুতি চলছিলো এখন নয়নকে হারিয়ে পাগল প্রায় নয়নের পরিবার।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.