
টানা কয়েক দিনের তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পৌষের হাড় কাঁপানো ঠান্ডায় কাবু সব বয়সের মানুষ। মৃদু শৈত্য প্রবাহে বিপর্যস্ত জনজীবন। দিনের বেশিরভাগ সময়ই কুয়াশায় ঢাকা চারপাশ। নাজুক অবস্থা খেটে খাওয়া মানুষের। এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের। মৃদ্যু শৈত্য প্রবাহে নাকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মানুষ। রাতভর গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। খড়কুটা জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ।
বিকাল ৪ টায় রাস্তার পাশে কাঠের আগুন জালিয়ে শীত নিবারণ করার দৃশ্য লক্ষ করা গিয়েছে বেশ কয়েক স্থানে। খেটে খাওয়া মানুষ গুলো চরম বিপাকে পড়ছে, বিশেষ করে শীতের মধ্যে যারা ক্ষেত খামারে কাজ করছে। এদিকে গরম কাপর ক্রয় করতে ভীর লক্ষ করা যাচ্ছে ফুটপাতের দোকান গুলোতে। খেটে খাওয়া নিম্ম আয়ের মানুষ গুলোর ভরসা ফুটপাতের দোকান গুলো।
কনকনে হিমেল বাতাসে কাঁপছে সাধারণ মানুষ, সেই সাথে বৃদ্ধ ও শিশুরা পড়েছে মহা বিপদে। সন্ধ্যার পর মানুষের বাইরে চলাচল কমে গেছে। কুয়াশার দাপটে ভোগান্তি বেড়েছে ছিন্নমুলদের।