শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩০ |
ব্রেকিং নিউজ :
তারুণ্যের দৃপ্ত শপথে উদ্দীপ্ত নারায়ণগঞ্জ যুবদল: প্রস্তুতি সভায় আবুল বাশার বাদশার অনুপ্রেরণামূলক বক্তব্য মোঃ গিয়াস উদ্দিন: এক সৎ, আদর্শ ও ইসলামিক মূল্যবোধে গড়া সফল প্রাইভেট অফিসারের জীবনগাথা নারায়ণগঞ্জে সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবে মানববন্ধন সিদ্দিরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার আবুল কাওসার আশা বন্দরবাসীর আস্থার আরেক নাম নারায়ণগঞ্জ বন্দর ২৩ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর । সততা, মানবিকতা আর নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত—বন্দর থানার ওসি তরিকুল ইসলাম এখন জনতার আস্থার নাম ফতুল্লায় বিএনপি নেতা রিয়াদ মো. চৌধুরী বহিষ্কৃত: চাঁদাবাজি ও অপকর্মে জড়িত থাকার অভিযোগে দলের কঠোর পদক্ষেপ আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা, অন্তর্বর্তী সরকারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত সড়ক পথে জনগনের চিরচেনা দূর্ভোগ নিরশনে প্রধান উপদেষ্টাসহ চার জনকে অনুলিপি ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ও দুইজন সচিবসহ তিন জনকে সুপ্রীম কোর্টের আইনজীবির মাধ্যমে লিগ্যাল নোটিশ “মানবিকতা ও পেশাদারিত্বে অনন্য দৃষ্টান্ত: ফতুল্লা থানার ওসি মোঃ শরিফুল ইসলাম” নারায়ণগঞ্জ
  • HOME
  • ঢাকা >> সারাদেশ
  • শ্রীপুরে ব্রিজ ভেঙে সাত দিন যোগাযোগ বন্ধ
  • শ্রীপুরে ব্রিজ ভেঙে সাত দিন যোগাযোগ বন্ধ

    admin

    গাজীপুরের শ্রীপুরে ফের ভেঙে পড়েছিল সেই বেইলি ব্রিজটি। ভেঙে পড়ার সাত দিন পর বুধবার রাতে তা মেরামত করা হলে এ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

    গত বছরসহ চলতি বছরে ২৫ বার ভাঙল ব্রিজটি। কাওরাইদ ইউনিয়নের জৈনাবাজার-কাওরাইদ আঞ্চলিক সড়কে সোনাব গ্রামের মাটিকাটা নদীর ওপর তৈরি বেইলি ব্রিজটি ভেঙে ৭ দিন ধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে থাকে।

    ব্রিজের পূর্ব পাশের ৮টি পাটাতন ভেঙে পড়লে অচল হয় এ পথে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন এ সড়কে চলাচলকারীরা। ফলে ১০ কিমি পথ ঘুরে চলতে হয়েছে নিরুপায় পথচারীদের। প্রয়োজনীয় সামগ্রী না থাকায় মেরামত করতে দেরি হয়েছে বলে জানান প্রকৌশলী রাকিবুল আহসান।

    তিনি বলেন, এ বছরই স্থায়ী ব্রিজ নির্মাণকাজ শুরু হবে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার রাতে একটি বালুভর্তি ড্রাম ট্রাক ব্রিজ পার হওয়ার সময় স্টিলের পাটাতনগুলো মূল কাঠামো থেকে ফসকে নিচের দিকে দেবে যায়। এরপর থেকে গত ৭ দিন ধরে অচল পড়ে ছিল। মেরামত না করাতে এ পথে সব যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েছিলেন সাধারণ যাত্রীসহ যানবাহনের চালকেরা।

    নিরুপায় হয়ে অন্তত ১০ কিলোমিটার পথ ঘুরে চলতে হয়েছে তাদের। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বহুবার ব্রিজটি ভাঙলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না।

    স্থানীয় এলাকাবাসী জানান, বেইলি ব্রিজটি ১৯৯৬ সালে তৈরি করা হয়। পরে অন্তত ২০ বছর কোনো প্রকার দুর্ঘটনা ঘটেনি। গত ক’বছর ধরে মাঝে-মধ্যে ভাঙে ব্রিজটি। কিন্তু গত দু’বছরে বেশ কয়েকবার ভাঙে ব্রিজটি। পরে মেরামতও করা হয়। তারা জানান এর মধ্যে ব্রিজের পাটাতন অন্তত ২৫বার ভেঙেছে। এখানে বেইলি ব্রিজের পরিবর্তে স্থায়ী সেতু ( ব্রিজ) নির্মাণের জন্য অনেকবার দাবি করা হচ্ছে। এখনো স্থায়ী কোনো ব্রিজ নির্মাণ করা হচ্ছে না।

    কাওরাইদ বাজারের ব্যবসায়ীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুত যুক্ত হতে সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। আশপাশের অনন্ত ২৫টি গ্রামের মানুষ এ সড়ক ব্যবহার করে। পাশে গফরগাঁও এবং পাগলা থানার মানুষ এ পথে চলাচল করে।

    তারা বলেন, মাটিকাটা ব্রিজটি বহুবার ভেঙে ভোগান্তিতে পরতে হয়েছে আমাদের। এখানে একটি স্থায়ী সেতু জরুরি ভিত্তিতে করা এখন সময়ের দাবি। আশা করি কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণে ব্যবস্থা নিবে।

    শ্রীপুর উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল আহসান বলেন, এটি মেরামত করতে যে ধরনের মালামাল দরকার তা আমাদের স্টকে ছিল না। সেগুলো ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করেছি। ফলে দেরি হয়েছে।

    তিনি বলেন, অন্য সময় ব্রিজটি ভাঙার ২৪ ঘণ্টা মেরামত করেছি। এবার সামগ্রীর অভাবে দেরি হয়েছে।

    ‘আমরা স্থায়ী ব্রিজ নির্মাণের টেন্ডার শেষ করেছি। এখন পাশের ডাইভেশন (অস্থায়ী সড়ক) রোডের জন্য জমি অধিগ্রহণ করতে চেষ্টা করা হচ্ছে। নানা জটিলতায় অধিগ্রহণ দেরি হচ্ছে। আশা করি দ্রুত সময়ে আমরা মাটিকাটা নদীর ওপর স্থায়ী ব্রিজের কাজে হাত দিতে পারবো। আগামী দু-এক মাসের মধ্যেই ঠিকাদার কাজ শুরু করবে বলে আশ করছি।’

    Read More..

    নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ৬শ’ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
    সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ আজমেরী ওসমানের সহযোগী দুই সন্ত্রাসী গ্রেফতার
    সিদ্দিরগঞ্জ থানায় আইনের শাসন প্রতিষ্ঠায় ওসি মোহাম্মদ শাহীনুর আলমের অনন্য ভূমিকা
    চাটখিলের বক্তারপুরের ভূমিদস্যু মামলাবাজ সাইদুর রহমান আবার ষড়যন্ত্র শুরু করেছে, এই মামলাবাজকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
    জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন
    কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক।
    কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক!
    সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।