নতুন বছরে সংসদের প্রথম অধিবেশন বসছে আজ বিকেলে। এটি হবে চলমান একাদশ সংসদের একবিংশতম অধিবেশন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিকেল ৪টায় সংসদের বৈঠক আহ্বান করেছেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
বছরের প্রথম অধিবেশনে সংবিধানের বিধান অনুযায়ী সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ভাষণের পর তাকে ধন্যবাদ জানাতে একটি প্রস্তাব তোলা হবে।
প্রায় পুরো অধিবেশন জুড়ে ওই প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির ভাষণ ইতোমধ্যে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়েছে।
রাষ্ট্রপতি হিসেনে এটিই হবে আবদুল হামিদের সংসদ অধিবেশনে শেষ ভাষণ। আগামী এপ্রিলে রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদ শেষ হতে যাচ্ছে।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.