
‘ইভিএম সংরক্ষণের পর্যাপ্ত জনবল নেই’ মন্তব্য করে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেন, ‘ইভিএম যেভাবে সংরক্ষণ করতে হবে, চার্জ দিতে হবে; তার (পর্যাপ্ত যোগ্য) জনবল আমাদের নেই। আইটির জনবলকে ঠিকভাবে প্রশিক্ষণ দিতে হবে।’
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খুলনার সিএসএস আভা সেন্টারে ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জসমূহ উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, আমরা যে প্রযুক্তি ব্যবহার করব, তাকে আয়ত্তে নিতে হবে। চ্যালেঞ্জ হলো ভোটারদের আস্থা অর্জন। আমরা মনে করি, আস্থা অর্জনের দিক দিয়ে আমরা অনেকখানি এগিয়েছি। আমাদের মাঝে সুশাসনের বড় অভাব। আমার কতটুকু আন্তরিকভাবে দায়িত্ব পালন করছি, সেটা বিবেচনার বিষয়।
ইসি বলেন, রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমতের প্রয়োজন আছে। সকলের সাথে আলোচনা করে গ্রহণযোগ্য কোনো সমাধান যদি বের করতে পারি, তাহলে সবকিছু সহজ হবে। প্রশাসন-পুলিশ, শিক্ষকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব। নির্বাচনের মতো বৃহৎ কর্মযজ্ঞ কেবল একক কোনো সংস্থার মাধ্যমে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে হবে।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক অশোক কুমার দেবনাথ এবং খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইউসুপ আলী। স্বাগত বক্তৃতা দেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমাযুন কবির।
কর্মশালায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা অংশ।