রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকার এক নম্বর গেটের সামনে ট্রাকের ধাক্কায় ভ্যানের আরোহী মো. রাব্বি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক ওয়াহিদ মিয়া আহত হয়েছেন।
রোববার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে রাব্বিকে মৃত ঘোষণা করেন। আর ভ্যানচালক ওয়াহিদ মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
আহত ভ্যানচালক ওয়াহিদ মিয়া বলেন, সকালের দিকে রাব্বি আমার ভ্যানে মুরগি নিয়ে যাওয়ার সময় বুদ্ধিজীবী কবরস্থানের এক নম্বর গেটের সামনে হঠাৎ একটা ট্রাক আমার ভ্যানে ধাক্কা দেয়। এতে রাব্বি ভ্যানের পেছন থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত রাব্বি মুরগির দোকানে কাজ করতেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা থানার তলাতুলী গ্রামে। তার বাবার নাম জয়নাল মিয়া।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানিয়েছি। ঘটনাটি তারা তদন্ত করছে।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.