শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:২৪ |
ব্রেকিং নিউজ :
আলিফ খানের হৃদয়স্পর্শী নির্মাণ ‘প্রবাসীর বেইমান মা’ আজ বিকাল ৩টায় ইউটিউবে তারুণ্যের দৃপ্ত শপথে উদ্দীপ্ত নারায়ণগঞ্জ যুবদল: প্রস্তুতি সভায় আবুল বাশার বাদশার অনুপ্রেরণামূলক বক্তব্য মোঃ গিয়াস উদ্দিন: এক সৎ, আদর্শ ও ইসলামিক মূল্যবোধে গড়া সফল প্রাইভেট অফিসারের জীবনগাথা নারায়ণগঞ্জে সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবে মানববন্ধন সিদ্দিরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার আবুল কাওসার আশা বন্দরবাসীর আস্থার আরেক নাম নারায়ণগঞ্জ বন্দর ২৩ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর । সততা, মানবিকতা আর নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত—বন্দর থানার ওসি তরিকুল ইসলাম এখন জনতার আস্থার নাম ফতুল্লায় বিএনপি নেতা রিয়াদ মো. চৌধুরী বহিষ্কৃত: চাঁদাবাজি ও অপকর্মে জড়িত থাকার অভিযোগে দলের কঠোর পদক্ষেপ আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা, অন্তর্বর্তী সরকারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত সড়ক পথে জনগনের চিরচেনা দূর্ভোগ নিরশনে প্রধান উপদেষ্টাসহ চার জনকে অনুলিপি ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ও দুইজন সচিবসহ তিন জনকে সুপ্রীম কোর্টের আইনজীবির মাধ্যমে লিগ্যাল নোটিশ
  • HOME
  • অন্যান্য
  • ‘এনআইডি স্থানান্তর হলে ইভিএমে ঝামেলা হবে না’
  • ‘এনআইডি স্থানান্তর হলে ইভিএমে ঝামেলা হবে না’

    admin

    নির্বাচন কমিশন অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বা অন্য যেখানেই এনআইডি থাকুক না কেন ইভিএম ব্যবহারে কোনও ঝামেলা হওয়ার কথা না। এনআইডির ডাটাগুলো অন্য কোথাও থাকলেও টেকনিক্যাল পয়েন্টে কোনও ঝামেলা হবে না বলেই মত বিশেষজ্ঞদের।

    ‘এনআইডি ইসি থেকে চলে গেলে ভোটদানে কোনও ঝামেলা হবে কি না’ -এ বিষয়ে রোববার (০৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসির সম্মেলন কক্ষে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন (ইসি)। আলোচনায় নির্বাচন কমিশনাররা ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, অধ্যাপক হায়দার, ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, অধ্যাপক কায়কোবাদ প্রমুখ।

    শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘ডাটাবেজ যেখানেই থাকুক সবগুলো একেবারে আইডেন্টিক্যাল হতে হবে। এটা দ্বিমত নাই। যদি আইডেন্টিক্যাল না থাকে এটা হাস্যকর হয়ে যাবে। এখন এটা কমিশনে আছে না অন্য কোথাও আছে, এটা মেটার করে না। কাজেই ভোটার তালিকার যে ডাটা নেওয়া হয় সেটা থেকেই এনআইডি হয়। এখন ইভিএম হবে কি হবে না সেটা নিয়ে আলোচনা হয়নি। আলোচনা হয়েছে যে এই ডাটাগুলো অন্য কোথাও থাকলে ইভিএম ব্যবহারে কোনও ঝামেলা হবে কি না। টেকনিক্যাল পয়েন্ট থেকে তো ঝামেলা হওয়ার কথা না। কারণ একই জিনিস। এখানে থাকুক আর অন্য কোথাও থাকুক।’

    তিনি বলেন, ‘আরেকটা বিষয় হচ্ছে, আমরা সবাই সেটা স্বীকার করে নিচ্ছি অত্যন্ত সুন্দর একটা ডাটাবেজ আছে। ১৮ বছরের নিচে যারা আছে তাদের তথ্য নিতে চাচ্ছি। এখন কমিশন না অন্য কেউ নেবে এটা নিয়ে আলোচনা করেছি।’

    অধ্যাপক হায়দার বলেন, ‘মালিকানা হচ্ছে রাষ্ট্র। সরকারই টাকা দিয়ে এটা (এনআইডি) তৈরি করেছে। টেকনিক্যাল পয়েন্ট থেকে ইতিবাচক, নেতিবাচক আলোচনা হয়েছে। সিদ্ধান্ত কমিশন বা সরকার নেবে। তারা আরও জানবেন বিষয়টা। তারপর তারা আলোচনা করে বিষয়টা সিদ্ধান্ত নেবে তারা। ডাটাবেজ একটা জায়গায় থাকবে। কোনও কোনও দেশে কমিশনের কাছে আছে। কোনো কোনো দেশে সরকারের কাছে আছে। আমরা কোনোটাই জোর দিইনি, কার কাছে থাকা উচিত।’

    ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ‘যেখানেই এটা ইউনিক থাকুক। ইউনিক থাকলে যেখানেই থাকুক এটা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। টেকনিক্যাল ফিচারগুলো যদি সঠিক থাকে, ঠিকভাবে ম্যানেজ হয় যার কাছেই থাকুক কোনো সমস্যা নেই। সন্দেহের কিছু হবে না। দেশের বড় সম্পদ। সুষ্ঠুভাবে মেইনটেন হোক এবং যেখান থেকেই হোক আমরা সেটাই চাই।’

    অধ্যাপক কায়কোবাদ বলেন, ‘রাষ্ট্রে আমরা ব্যয় সাশ্রয় করি এবং কমিশনের এই বিষয় অভিজ্ঞতা হয়েছে। অনেক সময় একটি কাজ যখন সুষ্ঠুভাবে চলতে থাকে তখন সেটা আমরা অন্য জায়গায় নিয়ে যাই। নানা ধরনের সমস্যায় ভুগি। কো-অর্ডিনেশনে আমরা মোটেই ভালো না। যাতে সুষ্ঠুভাবে কাজটা হয় এটাই আমরা চাই। ইসির অভিজ্ঞতা কাজে লাগানো উচিত। অন্য যে কোনো প্রতিষ্ঠানেই যাক না কেন তাদের তো এই অভিজ্ঞতা নাই। কাজেই এই অভিজ্ঞতা কাজে লাগানো উচিত এবং ব্যয় সাশ্রয়ী হওয়া উচিত।’

    সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি ১৮ নিচে এনআইডি দেয়, এতে ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার হয়ে যাবে। আর নির্বাচন কমিশন চাইলে সেটা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করে নিতে পারবে। এতে কোনো সমস্যা নেই। তবে এনআইডি কার কাছে থাকবে সেটা কমিশন এবং সরকার আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

    মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকার ইসির কাছ থেকে এনআইডি সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে নানা মহল থেকেই প্রশ্ন তোলা হচ্ছে যে, এতে ইভিএমে ভোটগ্রহণে সন্দেহ তৈরি হতে পারে। এছাড়া সাধারণ মানুষের ভোগান্তি, বিড়ম্বনা আরও বাড়তে পারে।

    Read More..

    সড়ক পথে জনগনের চিরচেনা দূর্ভোগ নিরশনে প্রধান উপদেষ্টাসহ চার জনকে অনুলিপি ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ও দুইজন সচিবসহ তিন জনকে সুপ্রীম কোর্টের আইনজীবির মাধ্যমে লিগ্যাল নোটিশ
    প্রশংসায় ভাসছে নারায়ণগঞ্জ র‌্যাব ১১ সৈনিক মো: কাজী হেমায়েত হোসেন।
    কালিয়াকৈরে রাষ্ট্র সংস্কার দাবিতে বিএনপির ক্যাম্পেইন
    খুলনা কপিলমুনি মাদ্রাসার অধ্যক্ষ সাত্তারের দুর্নীতি স্বীকার,কঠোর কর্মসূচি ঘোষণা।
    ভারত,কাশ্মিরে সিমান্তে আবার ও গোলাগুলিতে নিহত ২৮ জন।
    ২০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক “
    “তথ্য চাওয়ায় কারাবন্দি সাংবাদিকের মুক্তি দাবি: দেশ প্রতিদিন পরিবার ও ন্যাশনাল নিউজ ক্লাবের প্রতিবাদ”
    নোয়াখালীতে সাংবাদিক জুয়েল খালেদ অপহরণ ও লাঞ্ছনার শিকার, অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে