মোঃ দুলাল হুসাইন,স্টাফ রিপোর্টার
যাক জাঁকজমকপূর্ণ সম্মেলনেন ৪৫০ জন রক্তযোদ্ধা সেচ্ছাসেবী ভাই বোনদের নিয়ে পালিত হলো রক্তযোদ্ধা পার্বতীপুর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এরফান খান (লাল) ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন এবং তাদের রক্তদানের সংখ্যা ১২০০ পুন করতে অনুষ্ঠান চলাকালীন বি নেগেটিভ ডোনার মিজানুর রহমান মন্টু উপ সহকারী কৃষি অফিসার রক্ত ডোনেট করে ১২০০ পরিপূর্ণ করেন এবং তাদের কার্যকম গতি আনতে সকল সেচ্ছাসেবী জগৎ ও রক্তযোদ্ধা কে রক্তদানে আহবান জানান সভাপতি মোঃ এরফান।
এ সময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌরসভার নব নিবার্চিত মেয়র মহোদয় মোঃ আমজাদ হোসেন। উপদেষ্টা ছাদেকুল ইসলাম ও কাউন্সিলর মোঃ মানজুর রশিদ ও সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পার্বতীপুর উপজেলা শাখা মোঃ আহসান হাবীব নয়ন সহ বাংলাদেশের অনেক সেচ্ছাসেবী সংগঠনের সেচ্ছাসেবীগন।
রক্তযোদ্ধা পার্বতীপুর সংগঠণ টি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত।দিনাজপুর জেলা সহ গোটা বাংলাদেশে সাড়া জাগানো সংগঠন রক্তযোদ্ধা পার্বতীপুর।এ সংগঠণের মূল লক্ষ সেবা হলো সেচ্ছায় মানুষের সেবা করা,মানুষের ভালোর জন্য কাজ করা।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.