শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৬ |
ব্রেকিং নিউজ :
আলিফ খানের হৃদয়স্পর্শী নির্মাণ ‘প্রবাসীর বেইমান মা’ আজ বিকাল ৩টায় ইউটিউবে তারুণ্যের দৃপ্ত শপথে উদ্দীপ্ত নারায়ণগঞ্জ যুবদল: প্রস্তুতি সভায় আবুল বাশার বাদশার অনুপ্রেরণামূলক বক্তব্য মোঃ গিয়াস উদ্দিন: এক সৎ, আদর্শ ও ইসলামিক মূল্যবোধে গড়া সফল প্রাইভেট অফিসারের জীবনগাথা নারায়ণগঞ্জে সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবে মানববন্ধন সিদ্দিরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার আবুল কাওসার আশা বন্দরবাসীর আস্থার আরেক নাম নারায়ণগঞ্জ বন্দর ২৩ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর । সততা, মানবিকতা আর নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত—বন্দর থানার ওসি তরিকুল ইসলাম এখন জনতার আস্থার নাম ফতুল্লায় বিএনপি নেতা রিয়াদ মো. চৌধুরী বহিষ্কৃত: চাঁদাবাজি ও অপকর্মে জড়িত থাকার অভিযোগে দলের কঠোর পদক্ষেপ আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা, অন্তর্বর্তী সরকারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত সড়ক পথে জনগনের চিরচেনা দূর্ভোগ নিরশনে প্রধান উপদেষ্টাসহ চার জনকে অনুলিপি ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ও দুইজন সচিবসহ তিন জনকে সুপ্রীম কোর্টের আইনজীবির মাধ্যমে লিগ্যাল নোটিশ
  • HOME
  • অন্যান্য
  • শান্তি আসবে না জেনেও দেওয়া হয়েছিল যে নোবেল শান্তি পুরস্কার
  • শান্তি আসবে না জেনেও দেওয়া হয়েছিল যে নোবেল শান্তি পুরস্কার

    admin

    ভিয়েতনামে যুদ্ধের ময়দান থেকে মার্কিন বাহিনীকে ফিরিয়ে আনায় ভূমিকা রেখেছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। ভিয়েতনামের জেনারেল, কূটনীতিক, রাজনীতিবিদ লে ডাক থো-কে সঙ্গে নিয়ে ১৯৭৩ সালে প্য্যারিস শান্তি চুক্তি করেছিলেন তিনি। এই চুক্তির জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য নির্বাচিত হন তারা। থো পুরস্কার নিতে অস্বীকৃতি জানালেও কিসিঞ্জার তা ঘরে নিয়েছিলেন। বিতর্ক ওঠায় পরে আবার পুরস্কার ফিরিয়েও দিতে চেয়েছিলেন তিনি। সেই পুরস্কার নিয়ে নতুন তথ্য প্রকাশিত হয়েছে এবার। খবর ডয়চে ভেলের।

    নোবেল পুরস্কার মনোনয়নসংক্রান্ত তথ্য ৫০ বছর গোপন রাখার নিয়ম রয়েছে। এ সময় পার হয়ে যাওয়ায় সম্প্রতি এক আবেদনে সাড়া দিয়েছে নোবেল কমিটি। হেনরি কিসিঞ্জারকে মনোনয়ন দেওয়া সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে তারা।

    জানা গেছে, কিসিঞ্জারের প্রচেষ্টা ‘শান্তি আনতে পারবে না’ এ রকম আশঙ্কা সম্পর্কে পুরোপুরি অবগত থাকার পরও পুরস্কারের জন্য তাকে বাছাই করা হয়। শুধু তাই নয়, লে ডাক থো সম্পর্কে বিশদ কিছু জানতেন না তার নাম প্রস্তাবকারীরা। প্যারিস চুক্তির জন্য শুধু কিসিঞ্জারকে পুরস্কার দেওয়াটা যথার্থ মনে হয় না— এ চিন্তা করেই তারা থো-র নামও জুড়ে দেন। প্যারিস চুক্তিতে হ্যানয়ের (তৎকালীন দক্ষিণ ভিয়েতনামের রাজধানী) প্রতিনিধিত্ব করেছিলেন থো।

    ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত চলে ভিয়েতনাম যুদ্ধ। সোভিয়েত রাশিয়া ও চীন সমর্থিত কমিউনিস্টপন্থি উত্তর ভিয়েতনাম এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত দক্ষিণ ভিয়েতনামের মধ্যে দুই দশক ধরে চলে এই রক্তক্ষয়ী সংঘাত। শুরু থেকেই স্নায়ুযুদ্ধের অংশীদার হলেও যুক্তরাষ্ট্র সরাসরি এ যুদ্ধে জড়িয়ে পড়ে ষাটের দশকে। মার্কিন সেনাদের ব্যাপক প্রাণহানি ও অর্থনীতির ওপর চাপের কারণে সত্তরের দশকের শুরুতেই মার্কিন জনগণের মধ্যে এ যুদ্ধবিরোধী প্রতিবাদ-বিক্ষোভ প্রবল হয়ে ওঠে। মনোবল ভেঙে যেতে থাকে মার্কিন সেনাদের। সব মিলিয়ে ভিয়েতনাম থেকে পিছিয়ে আসাই ছিল যুক্তরাষ্ট্রের জন্য একমাত্র উপায়। হেনরি কিসিঞ্জার সেই কাজটাই করিয়েছিলেন। তবে তার এই প্রচেষ্টার কারণে ভিয়েতনামে শান্তি আসেনি। অশান্তির যবনিকা ঘটে ১৯৭৫ সালে, যখন উত্তর ভিয়েতনামের বাহিনী দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগন দখল করে নেয়।

    প্রকাশ্যে আসা দলিলের বরাত দিয়ে রয়টার্স জানায়, প্যারিস শান্তি চুক্তির দুই দিন পর ১৯৭৩ সালের ২৯ জানুয়ারি নোবেল শান্তি পুরস্কারের জন্য হেনরি কিসিঞ্জার ও লে ডাক থো-র নাম প্রস্তাব করা হয়। প্যারিস চুক্তির মূল বিষয় ছিল, ভিয়েতনাম যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা। এই চুক্তির কারণে শান্তি ফিরবে না— দাবি করে নোবেল পুরস্কার নিতে অস্বীকৃতি জানান লে ডাক থো। তিনি এটিও বলেছিলেন, ভিয়েতনামে অস্ত্রের ঝঙ্কার কমলে এবং সত্যিকার অর্থেই প্যারিস চুক্তি বাস্তবায়িত হয়ে শান্তি নেমে এলে তিনি পুরস্কার নেওয়ার কথা বিবেচনা করবেন। ১৯৯০ সালে ৭৮ বছর বয়সে মারা যান থো।

    নোবেল কমিটির দলিল বিশ্লেষণ করে অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক স্টেইন টোয়েনেসন বলেন, ‘নোবেল কমিটি স্পষ্ট করেই জানত প্যারিস চুক্তি শান্তি আনতে পারবে না। যুদ্ধক্ষেত্র থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার জন্যই কিসিঞ্জারকে মনোনীত করা হয়েছিল, ভিয়েতনামে শান্তি আনার জন্য নয়। আর থো-কে বাছাই করা হয়েছিল, কারণ নোবেল কমিটি কিসিঞ্জারকে এককভাবে পুরস্কার দেওয়াটা সমীচীন মনে করেনি। নোবেল কমিটি কিভাবে এ রকম বাজে সিদ্ধান্ত নিয়েছিল সেটি দেখে আমি বিস্মিত।’

    Read More..

    সড়ক পথে জনগনের চিরচেনা দূর্ভোগ নিরশনে প্রধান উপদেষ্টাসহ চার জনকে অনুলিপি ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ও দুইজন সচিবসহ তিন জনকে সুপ্রীম কোর্টের আইনজীবির মাধ্যমে লিগ্যাল নোটিশ
    প্রশংসায় ভাসছে নারায়ণগঞ্জ র‌্যাব ১১ সৈনিক মো: কাজী হেমায়েত হোসেন।
    কালিয়াকৈরে রাষ্ট্র সংস্কার দাবিতে বিএনপির ক্যাম্পেইন
    খুলনা কপিলমুনি মাদ্রাসার অধ্যক্ষ সাত্তারের দুর্নীতি স্বীকার,কঠোর কর্মসূচি ঘোষণা।
    ভারত,কাশ্মিরে সিমান্তে আবার ও গোলাগুলিতে নিহত ২৮ জন।
    ২০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক “
    “তথ্য চাওয়ায় কারাবন্দি সাংবাদিকের মুক্তি দাবি: দেশ প্রতিদিন পরিবার ও ন্যাশনাল নিউজ ক্লাবের প্রতিবাদ”
    নোয়াখালীতে সাংবাদিক জুয়েল খালেদ অপহরণ ও লাঞ্ছনার শিকার, অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে