শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৭ |
ব্রেকিং নিউজ :
আলিফ খানের হৃদয়স্পর্শী নির্মাণ ‘প্রবাসীর বেইমান মা’ আজ বিকাল ৩টায় ইউটিউবে তারুণ্যের দৃপ্ত শপথে উদ্দীপ্ত নারায়ণগঞ্জ যুবদল: প্রস্তুতি সভায় আবুল বাশার বাদশার অনুপ্রেরণামূলক বক্তব্য মোঃ গিয়াস উদ্দিন: এক সৎ, আদর্শ ও ইসলামিক মূল্যবোধে গড়া সফল প্রাইভেট অফিসারের জীবনগাথা নারায়ণগঞ্জে সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবে মানববন্ধন সিদ্দিরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার আবুল কাওসার আশা বন্দরবাসীর আস্থার আরেক নাম নারায়ণগঞ্জ বন্দর ২৩ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর । সততা, মানবিকতা আর নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত—বন্দর থানার ওসি তরিকুল ইসলাম এখন জনতার আস্থার নাম ফতুল্লায় বিএনপি নেতা রিয়াদ মো. চৌধুরী বহিষ্কৃত: চাঁদাবাজি ও অপকর্মে জড়িত থাকার অভিযোগে দলের কঠোর পদক্ষেপ আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা, অন্তর্বর্তী সরকারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত সড়ক পথে জনগনের চিরচেনা দূর্ভোগ নিরশনে প্রধান উপদেষ্টাসহ চার জনকে অনুলিপি ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ও দুইজন সচিবসহ তিন জনকে সুপ্রীম কোর্টের আইনজীবির মাধ্যমে লিগ্যাল নোটিশ
  • HOME
  • অন্যান্য
  • রৌমারীতে বালু উত্তোলন সিন্ডিকেেটর ছাবলে দিশেহারা নদীর কুলঘেষা মানুষ গুলা
  • রৌমারীতে বালু উত্তোলন সিন্ডিকেেটর ছাবলে দিশেহারা নদীর কুলঘেষা মানুষ গুলা

    admin

    রৌমারীতে বালু উত্তোলন সিন্ডিকেেটর ছাবলে দিশেহারা নদীর কুলঘেষা মানুষ গুলা
    আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

    রৌমারীতে বিপদগামী কেয়কটি সিন্ডিকেট অবৈধ উপায়ে বালু উত্তালনে মেতে উঠছে। সরকারের নিয়ম নীতি উপক্ষা করে নদী ও নদীর উপকুলে জেগে উঠা ভূমি থেকে ড্রেজার ও বেকু দিয়ে রাতদিন বালু উত্তালন করে আসছে। এতে বস্তভিটা ও জমি-জমা হারিয়ে পথের ভিখারী হয়েছে অনেকেই। বালু খেকো সিন্ডিকেটের শক্তির কাছে অসহায় হয়ে নিরব দৃষ্টিতে চেয়ে দখছে শুধু। জেলা থেকে ১৫টি নদ-নদী দ্বাড়া যোগাযোগ বিছিন্নো রৌমারী উপজলা। সৃষ্টির লগনো থেকে জিনজিরাম, সোনাভরি, হলহলিয়া ও ব্রম্মপুত্র নদের কড়াল গ্রাস রৌমারী উপজলাটি নদী গর্ভে বিলীনের পথে। প্রতিবছর ভাঙ্গনের তান্ডব নদী কলীয় মানুষ গুলো ভিটা-মাটি ও ফসলী জমি হারিয়ে,রাস্তার পাশ্বে, কেহ অন্যের বাড়িতে, কেহ শহরের কোন অলিতে-গলিতে ঝুপড়ি বেঁধে মানবতার জীবন যাপন করছে। কালের আবর্তে ব্রম্মপুত্ররে নাব্যতা বৃদ্ধি পাওয়ায় নদীর কুলে চর পড়ছে। এমন সুযোগ লুডে নিচ্ছে অবৈধ বালু খেকো সিন্ডিকেটটি। চরে বেকু দিয়ে ও নদীর মাঝে ড্রেজার বসিয়ে দিধারছে বালু উত্তোলন করে ট্রাক্টর বা কাকড়া গাড়ি দিয়ে মাটি বিক্রি করছে প্রশাসনের নাকের ডগায়। এসব বালু খেকো সিন্ডিকেটের কারণে চরে স্তায়িত্ব ও মাটি জমাট বাধতে পারছেনা।কে শনে ভূমিহীন গৃহ হারা মানুষের আহাজারি। এনিয়ে পত্র পত্রিকায় বার বার সংবাদ প্রকাশ ও প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিলেও তা যেন রহস্যজনক কারণে নীরবতার সামিল। সিন্ডিকেটটি কয়েকটি চক্রে বিভক্ত হয়ে উপজলার উত্তরে সাহেবের আলগা হতে যাদুর চরের কাটিয়ামারী কমর ভাঙ্গি পর্যন্ত নদী কুলীয় নতুন পলি পরা চরাঞ্চলে চলছে বালু খেকোদের তান্ডব। এযেন কোন ভাবেই থামছেনা। তবে বালু খেকোদের ভয়াল থাবায় অসহায় নদী ভাঙ্গা ভূমিহীন বস্ত বাড়ি হারা মানুষ গুলোর মধ্যে শামস আলী, আব্দুস সবুর, তারিকুল, রমজান, জলিল, ময়নাল,কাসেম অভিযোগ করে বলেন, ড্রেজার ও বেকু দিয়া যে ভাবে নদী ও নদী কুলীয় চর থেকে মাটি উত্তালন করা হচ্ছে , তাতে আগামী বর্ষা মৌসুমে নদ-নদীর পানি বৃদ্ধির সাথে সাথে অতি সহজে বান্যার পানি প্রবেশ করে নতুন ক্যানেল তৈরী করবে ও সহজে গ্রামো গঞ্জে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষতি সাধন হবে। তাই এলাকার মানুষোর প্রাণোর দাবী প্রশাসনের হস্তক্ষোপের মাধ্যমে অবৈধ ড্রেজারে মাটি উত্তালন বন্ধ করা হউক।
    এবিষয়ে রৌমারী উপজলা নিবার্হী কর্মকর্তা এবিএম, সারওয়ার রাব্বী ভারপ্রাপ্ত বলনে এতিপূর্বে ৩ বার অভিযান পরিচালনা করা হয়েছে অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদর জানায়।

    Read More..

    সড়ক পথে জনগনের চিরচেনা দূর্ভোগ নিরশনে প্রধান উপদেষ্টাসহ চার জনকে অনুলিপি ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ও দুইজন সচিবসহ তিন জনকে সুপ্রীম কোর্টের আইনজীবির মাধ্যমে লিগ্যাল নোটিশ
    প্রশংসায় ভাসছে নারায়ণগঞ্জ র‌্যাব ১১ সৈনিক মো: কাজী হেমায়েত হোসেন।
    কালিয়াকৈরে রাষ্ট্র সংস্কার দাবিতে বিএনপির ক্যাম্পেইন
    খুলনা কপিলমুনি মাদ্রাসার অধ্যক্ষ সাত্তারের দুর্নীতি স্বীকার,কঠোর কর্মসূচি ঘোষণা।
    ভারত,কাশ্মিরে সিমান্তে আবার ও গোলাগুলিতে নিহত ২৮ জন।
    ২০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক “
    “তথ্য চাওয়ায় কারাবন্দি সাংবাদিকের মুক্তি দাবি: দেশ প্রতিদিন পরিবার ও ন্যাশনাল নিউজ ক্লাবের প্রতিবাদ”
    নোয়াখালীতে সাংবাদিক জুয়েল খালেদ অপহরণ ও লাঞ্ছনার শিকার, অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে