কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতার ফেনসিডিল সেবনের ছবি ফাঁস হয়েছে। স্থানীয় লোকজনের মুঠোফোনে সেই ছবি ছড়িয়ে পড়েছে।
ছবি দেখার পর দলসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলীয় নেতারা বলছেন, এমন ঘটনা দলীয় শৃঙ্খলাভঙ্গের সামিল। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন মনে করেন। এনামুল হক বাবলু চেয়ারম্যানের পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও। তিনি এবার চেয়ারম্যান নির্বাচিত হন।
স্থানীয় কয়েকটি সূত্র জানা গেছে, ২০২২ সাল ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন এনামুল হক বাবলু।এবারও দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ।
তিনটি ছবিতে দেখা যায়, চেয়ারম্যান ফেনসিডিল সেবন করছেন। তবে ছবি গুলো কবে কখন তোলা, সেটা নিশ্চিত হওয়া যায়নি।
চিতলিয়া ইউনিয়নবাসীরা বলেন, ছবিতে যেটা দেখলাম, এটা যদি সত্যি হয়, তবে খুবই খারাপ কাজ করেছেন। এটা লজ্জাজনক। প্রধানমন্ত্রী যেখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সেখানে ইউনিয়নের চেয়ারম্যান কিভাবে ফেনসিডিল সেবন করে এটা আমাদের ইউনিয়নবাসীর লজ্জাজনক।
এ বিষয়ে চিতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি ব্যস্ত আছি পরে কথা বলব ।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.