কুড়িগ্রামের চর রাজিবপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন 'কিশোর-কিশোরী ক্লাব স্থাপন' প্রকল্পের আওতায় ক্লাবের সদস্যদের অংশগ্রহণে আন্তঃ ক্লাব ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে পাঁচটি ইভেন্টে উপজেলার ০৩ টি ইউনিয়নের মোট ৯০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ইভেন্ট পাঁচটি হল- বালিশ খেলা, চিত্রাঙ্কন, দৌড়, সংগীত ও আবৃত্তি। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে পাঁচটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ জায়দা আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মোছাঃ জেবুন নেছা, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, কুড়িগ্রাম। আরো উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার এনামুল ইসলাম, অফিস সহকারী সামসুজ্জোহা, জেন্ডার প্রমোটার মোঃ জাহাঙ্গীর আলম, ক্লাবেব কো-অর্ডিনেটর বৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট পুরষ্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.