হেলাল হোসেন কবির:উত্তরের সীমান্ত জেলা লালমনিরহাট বেশ কিছু দিন ধরে নিম্ন আবহাওয়ার কারনে কঠিন ঠান্ডা শুরু হয়েছে। আর এই ঠান্ডায় সবচেয়ে বড়ধরনের মানবিক জীবন যাপন করছে ছিন্নমূল মানুষরা।
অবশেষে রাতে কম্বল নিয়ে অসহায় শীতার্তদের পাশে লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
সোমবার (১৬ জানুয়ারি) রাত ১০.৩০ ঘটিকার সময় হঠাৎ লালমনিরহাট রেলওয়ে স্টেশনে শীতবস্ত্রহীন ছিন্নমূল মানুষরাদের পাশে কম্বল নিয়ে ছুটে যান লালমনিরহাট পুলিশ বাহিনী।
জানা যায়, রাতে রেলওয়ে স্টেশনের পরে বিডিআর গেট ও মিশন মোড় এলাকায় প্রায় তিন শত কম্বল বিতরণ করেন পুলিশ সুপার।
রাতে লালমনিরহাট শহরের এই তিনটি পয়েন্টে গিয়ে ছিন্নমূল ও অসহায় মানুষের একটি করে কম্বল তুলে দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ আতিকুল হক, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলমসহ একদল পুলিশ বাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.