এইচ.এম.সাইফ উদ্দীন আল-আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলায় বৃহৎ পরিসরে ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার জোনের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫তারিখ রোজ রবিবার বিকেল হতে গভীর রাত পর্যন্ত কুষ্টিয়া সদর উপজেলার জেলখানা মোড়ে জাঁকজমকপূর্ণ জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার জোনের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এসময় ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার জোনে বিভিন্ন ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি প্রতিষ্ঠানের মধ্যে ক্যাপচার মোমেন্ট, ফরেভার ম্যামোরি,প্রণয়পত্র,শঙ্খনীল,প্যাসিফিক ভিডিও, ড্রীম ডোর, কাব্য কথা, চিত্র কথা,ডি-ফটোগ্রাফি, ফটোব্রাইড ইত্যাদি সহ সকল প্রতিষ্ঠানের চেয়ারম্যান সহ কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।মিলনমেলা অনুষ্ঠানে ফটোগ্রাফার প্রতিষ্ঠান গুলোর চেয়ারম্যানবৃন্দ তাদের বক্তব্যে বলেন আমরা কুষ্টিয়া জোনের সকল সহকর্মী ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার রা একসঙ্গে হতে পেরে খুবই আনন্দিত, এধরনের মিলনমেলা প্রতি বছরে একটি বার হলেও হওয়া দরকার, এতে আমাদের মাঝে ভ্রাতৃত্ববন্ধন স্থাপন হওয়ার পাশাপাশি কাজের গতি আরে বাড়বে। কুষ্টিয়ার সকল ফটোগ্রাফারদের অভিনন্দন জানায় আমরা ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার কুষ্টিয়া জোন পরিবার। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যম কর্মীবৃন্দ।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.