রাশিয়ার ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির একজন সাবেক কমান্ডার আর্কটিক সীমান্ত অতিক্রম করে নরওয়েতে পালিয়ে গেছেন এবং আশ্রয় প্রার্থনা করেছেন। ওই সাবেক কমান্ডারের নাম আন্দ্রেই মেদভেদেভ।
বিষয়টি নিশ্চিত করেছেন নরওয়েজিয়ান পুলিশ এবং একজন রুশ অ্যাক্টিভিস্ট।খবর সিএনএনের।
আন্দ্রেই মেদভেদেভ একটি সাক্ষাত্কারে জানান, তিনি এখন মানুষকে বিদেশে আশ্রয় নিতে সাহায্য করেন।
তিনি বলেন, ওয়াগনারের সঙ্গে তার চুক্তি পুনরায় নবায়ন করতে অস্বীকার করার পরে তিনি তার জীবন নিয়ে সংশয়ে ছিলেন।
মেদভেদেভ বলেন, তার চুক্তি সম্পন্ন করার পর, অন্যের সেবা করতে অস্বীকার করার পর, তিনি পূর্বের সংঘটিত ইয়েভজেনি নুঝিনের মতোই মৃত্যুদণ্ড কার্যকর করার ভয় পেয়েছিলেন।
মেদভেদেভ আরও বলেন, রুশ শহর নিকেলের কাছে সীমান্ত অতিক্রম করেছেন।
এ বিষয় নরওয়ের পুলিশ সিকিউরিটি সার্ভিসের একজন মুখপাত্র সোমবার সিএনএনকে নিশ্চিত করেছেন, মেদভেদেভ নরওয়েতে আছেন এবং আশ্রয় চাইছেন।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.