বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া পাঁচটি আসনের উপনির্বাচনে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে না।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বগুড়া-৪ এবং বগুড়া-৬ উপনির্বাচনের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, উপনির্বাচনে বাজেট কম থাকায় এই ৫টি আসনের কোনোটাতেই সিসিটিভি ক্যামেরা বসানো সম্ভব হচ্ছে না।
নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য সব কিছু করবে নির্বাচন কমিশন বলেও জানান তিনি।
কিছু দিন আগে বিএনপি দলীয় সংসদ সদস্য পদত্যাগ করলে আসনগুলো শূন্য ঘোষণা করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা :মেজর অব: সরদার রেজাউল করিম. প্রধান সম্পাদক :মিসেস তাজরুবা করিম এম এস এস.সম্পাদক প্রকাশক : নজরুল ইসলাম, বার্তা সম্পাদক : জাকির খান, সহ বার্তা সম্পাদক: বাঁধন, প্রধান ঢাকা অফিস বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৫১ / এ রিসোর্সফুল পল্টন সিটি চতুর্থ তলা না পল্টন ঢাকা ১০০০,সম্পাদক কর্তৃক ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক । সরাসরি সার্বিক যোগাযোগ :- 01712245568...01711110764
Design & Development By HosterCube Ltd.