
সংগ্রহীত ছবি
স্টাফ রিপোর্টার: মারুফ আলম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মর্মান্তিক ছুরিকাঘাতের ঘটনায় মোঃ আব্দুল্লাহ খান রায়হান (১৬) নামের এক কিশোর প্রাণ হারিয়েছে। গত ২৩ মে ২০২৫ ইং, সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে দক্ষিণ কদমতলী ডিএন্ডডি লেকপাড় হৃদয়ের ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান পেশায় এসি সার্ভিসিং-এর শিক্ষানবিশ ছিলেন। ঘটনার দিন বিকেলে সে তার বন্ধুদের সাথে ক্লাব চত্বরে আড্ডা দিচ্ছিল। এ সময় পূর্বশত্রুতার জেরে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘবদ্ধ একটি কিশোর গ্যাং তাদের উপর চড়াও হয়।
এজাহারে উল্লেখ করা হয়, সংঘবদ্ধ সন্ত্রাসীরা রায়হান ও তার বন্ধুদের এলোপাথাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে পাইটু হৃদয় নামে একজন ছুরি দিয়ে রায়হানের বাম বুকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত সুফিয়া জেনারেল হাসপাতাল হয়ে খাঁনপুর ৩০০ শয্যা ও পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রায়হানের বাবা মোঃ সামিম খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
এজাহারে যাদের নাম উল্লেখ রয়েছে তারা হলো:
পাইটু হৃদয় (১৫), মেহেদী (১৫), শুভ (১৫), মোঃ হৃদয় (৩০), মোঃ সাব্বির (১৮), মোঃ আতিক (২২), মোঃ জাহিদ (১৮), ও আল-আমিন (২০)। এদের অনেকেই দক্ষিণ কদমতলীতে বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।
এজাহার সূত্রে জানা গেছে, এই হামলা পূর্বপরিকল্পিত এবং প্রাণনাশের উদ্দেশ্যেই করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহত রায়হানের পরিবার এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।