
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত শতক উপহার দিলেন স্টিভেন স্মিথ। ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরিতে তিনি পেছনে ফেললেন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানকে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিন সেঞ্চুরি হাঁকান স্মিথ। ১৯২ বলে ১১ চার ও ২ ছক্কায় ১০৪ রানের ইনিংস খেলেন তিনি।
স্মিথ এখন সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করা অজি ক্রিকেটারদের তালিকায় যৌথভাবে তিন নম্বরে। ম্যাথু হেইডেনের সেঞ্চুরির সংখ্যাও তার সমান। এই দুজনের সামনে শুধু রিকি পন্টিং ও স্টিভ ওয়াহ।
স্যার ডন ব্র্যাডম্যানের নামের পাশে ৫২ টেস্টে ৮০ ইনিংসে ২৯টি সেঞ্চুরি। স্মিথ ৩০তম সেঞ্চুরি করলেন ৯২ টেস্টে ১৬২ ইনিংসে। হেইডেনের নামের পাশে ১০৩ ম্যাচে ১৮৪ ইনিংসে ৩০টি সেঞ্চুরি।
১৬৮ ম্যাচে ২৮৭ ইনিংসে ৪১ সেঞ্চুরি করে তালিকায় সবার উপরে রিকি পন্টিং। দ্বিতীয় স্থানে থাকা স্টিভ ওয়াহর সেঞ্চুরি সংখ্যা ৩২টি। ১৬৮ ম্যাচে ২৬০ ইনিংসে ক্যারিয়ার শেষ করেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ডে স্মিথ এদিন পেছনে ফেলেছেন মাইকেল ক্লার্ককেও। ৮৬৪৭ রান করে এখন অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক তিনি।