শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৩ |
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জের মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং সদস্যদের হাত-পা ভেঙে দেয়া হবে: ওসি সিদ্ধিরগঞ্জ থানার শাহিনূর আলম চুন্নুর গ্রেপ্তার: ব্যবসায়িক সফর থেকে ফেরার পথে পরিকল্পিতভাবে ধরিয়ে দেওয়ার অভিযোগ, এলাকাবাসীর পাল্টা দাবি আলিফ খানের হৃদয়স্পর্শী নির্মাণ ‘প্রবাসীর বেইমান মা’ আজ বিকাল ৩টায় ইউটিউবে তারুণ্যের দৃপ্ত শপথে উদ্দীপ্ত নারায়ণগঞ্জ যুবদল: প্রস্তুতি সভায় আবুল বাশার বাদশার অনুপ্রেরণামূলক বক্তব্য মোঃ গিয়াস উদ্দিন: এক সৎ, আদর্শ ও ইসলামিক মূল্যবোধে গড়া সফল প্রাইভেট অফিসারের জীবনগাথা নারায়ণগঞ্জে সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবে মানববন্ধন সিদ্দিরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার আবুল কাওসার আশা বন্দরবাসীর আস্থার আরেক নাম নারায়ণগঞ্জ বন্দর ২৩ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর । সততা, মানবিকতা আর নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত—বন্দর থানার ওসি তরিকুল ইসলাম এখন জনতার আস্থার নাম ফতুল্লায় বিএনপি নেতা রিয়াদ মো. চৌধুরী বহিষ্কৃত: চাঁদাবাজি ও অপকর্মে জড়িত থাকার অভিযোগে দলের কঠোর পদক্ষেপ
  • HOME
  • আর্ন্তজাতিক
  • যৌতুকের গাড়ি না পেয়ে বিয়ে ভাঙলেন সরকারি কলেজের প্রভাষক
  • যৌতুকের গাড়ি না পেয়ে বিয়ে ভাঙলেন সরকারি কলেজের প্রভাষক

    admin

    আলাপ-আলোচনার পর বিয়ে ঠিক হয়েছিল। তবে বিয়ে ঠিক হওয়ার সময় কোনও কথা না হলেও পরে যৌতুক হিসেবে ফরচুনার গাড়ি দাবি করেন পাত্র। পেশায় তিনি সরকারি কলেজের প্রভাষক। আর সেই গাড়ি না পেয়ে বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

    চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ।

    প্রতিবেদনে বলা হয়েছে, কনের পরিবার যৌতুক হিসেবে ফরচুনার গাড়ি দিতে অস্বীকার করায় সরকারি কলেজের এক প্রভাষক বিয়ে ভেঙে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

    পরে অবশ্য কনের বাবার অভিযোগের ভিত্তিতে সরকারি কলেজের ওই প্রভাষকের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করা হয়েছে।

    সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিয়ের এক মাস আগে ওই প্রভাষক কনের পরিবারের কাছে যৌতুক হিসেবে ফরচুনার গাড়ি চেয়েছিলেন। কনের পরিবার তাকে সেটি দিতে অস্বীকার করায় প্রভাষক কনের ফোনে একটি টেক্সট পাঠিয়ে বিয়ে ভেঙে দেন বলে জানিয়েছে পুলিশ।

    ভারতীয় সংবাদমাধ্যম বলছে, অভিযুক্ত ওই পাত্রের নাম সিদ্ধার্থ বিহার। তিনি উত্তরপ্রদেশের এক সরকারি কলেজের শিক্ষক। বিয়ের যৌতুক হিসাবে তিনি একটি ফরচুনার গাড়ি চেয়েছিলেন। হবু শ্বশুরবাড়ির লোকজন সেই গাড়ি দিতে অস্বীকার করায় বিয়ে ভেঙে দেন তিনি।

    মূলত উভয় পক্ষের বাড়ি থেকে বিয়ের প্রস্তুতি চলছিল জোরকদমে। বর এবং কনে দু’জনেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা। কনের বাড়ির লোকজনও কলেজশিক্ষক পাত্র পেয়ে যথেষ্ট নিশ্চিন্ত হয়েছিলেন। বিয়ের পাকা কথা বলার সময়ে যৌতুকের কথা বলেননি পাত্রের বাড়ির লোকজন। পাত্র নিজেও কোনও দাবি করেননি। সব ঠিকঠাকই চলছিল।

    বিয়ের আগে হঠাৎই একটি গাড়ি চেয়ে বসেন পাত্র। হবু শ্বশুরবাড়িতে গিয়ে সে কথা জানিয়েও আসেন। তবে তারা যে বরের দাবিকৃত গাড়ি দিতে অপারগ, স্পষ্ট করেই তা জানিয়ে দেওয়া হয় হবু পাত্রকে। সে কথা শুনেই পাত্রীর ফোনে মেসেজ করে বিয়ে ভেঙে দেন পাত্র।

    পরে ওই কলেজ শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৫০৬ ধারায় মামলা করেন পাত্রীর বাড়ির লোকজন।

    থানায় লিখিত অভিযোগ অনুযায়ী, বর এবং কনের উভয় পরিবারই ২০২২ সালের মে মাসে মিলিত হন এবং পরে একই বছরের ১৯ জুন বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। সেসময় আলোচনার পর, উভয় পরিবার ২০২৩ সালের ৩০ জানুয়ারি বিয়ের দিন ঠিক করে।

    এরপর গত বছরের ১০ অক্টোবর কনের পরিবার বরের জন্য উপহার হিসাবে একটি ওয়াগন আর (WagonR) গাড়ি বুক করে। এর পরিপ্রেক্ষিতে বরের পরিবারের এক সদস্য কনের বাড়িতে এসে ওই গাড়ির বদলে ফরচুনার গাড়ি দাবি করেন।

    তবে কনের পরিবার তাদের দাবি মানতে রাজি হয়নি। এরপর ২৩ নভেম্বর ওই কলেজশিক্ষক বিবাহ ভেঙে দেন বলে কনের বাবার এফআইআর-এ বলা হয়েছে।

    এরপর সরকারি কলেজের প্রভাষক এবং তার আত্মীয়কে আইপিসি ধারা ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো) এবং যৌতুক আইনে মামলা করা হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

    Read More..

    ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে
    জাপানে দুই সপ্তাহে ৫ হাজার করোনা রোগীর মৃত্যু
    সেদিন ওশিনকে কাজে যেতে নিষেধ করেছিলেন বাবা
    রাশিয়া ছেড়ে পালিয়েছেন সাবেক ওয়াগনার কমান্ডার
    ৬ দশকের মধ্যে সবচেয়ে কম জন্মহার চীনে!
    দ্বিতীয় বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম, স্ত্রী পাকিস্তানি’
    ছুটিতে থাকা সহকর্মীকে বিরক্ত করলেই জরিমানা ১ লাখ রুপি!
    ন্যাটোর অনুচরে পরিণত হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন: রাশিয়া