
যশোর জেলার শার্শা উপজেলাধীন সীমান্তবর্তী গ্রাম দৌলতপুর হতে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(২১,বিজিবি)’র সদস্যরা। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মঙ্গলবার(১০ জানুয়ারী) সকালে স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়।
স্বর্ণ উদ্ধারের ব্যাপারে ২১,বিজিবি(খুলনা) ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণের একটি বড় চালান দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হবে, এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় কোন পাচারকারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।