
জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা
জাবির আহম্মেদ জিহাদ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।অনেক বাঁধা পেরিয়ে,নানা জল্পনা-কল্পনা শেষে আংশিক কমিটিদের নাম নাম প্রকাশিত হয়।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে জামালপুর জেলা যুব সভাপতি এবং সাধারন সম্পাদক যৌথ্য ভাবে শেখ হারুনুর রশিদকে সভাপতি এবং মোহন মিয়াকে সাধারন সম্পাদক হিসেবে বিবৃতি প্রদান করেন।
গত ৮ জুলাই ঐতিয্যবাহী ইসলামপুর জনতা মাঠে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মোলন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান।
উল্লেখ্য,দীর্ঘ ৭ বছর পর জামালপুরের ইসলামপুর উপজেলা শাখায় যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।